SYED WALIULLAH
এই ওয়েবসাইট সৈয়দ ওয়ালীউল্লাহর স্মৃতির প্রতি নিবেদিত
সিমিন এবং ইরাজ ওয়ালীউল্লাহ, লেখকের দুই সন্তান এবং উত্তরাধিকারী, আমাদের পিতার স্মৃতির প্রতি সম্মানরক্ষায় আমরা বদ্ধপরিকর।
বাবার স্বদেশের প্রতি যে গভীর একাত্মতাবোধ তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। সৈয়দ ওয়ালীউল্লাহর কাজের প্রতি বাংলাদেশের অসংখ্য মানুষের আগ্রহ এবং ভালবাসার কারণে আমরা এই ওয়েবসাইটটির অর্থায়ন করছি যেন তাঁর ব্যক্তিগত স্মৃতিসমূহ গোটা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায়।
তাঁর চিন্তাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বিবেচনা করে এবং তাঁর কাজকে বাংলাদেশে ও দেশের বাইরে সবার ভেতর ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা একটি বেসরকারি সংগঠন গড়ে তোলার কাজ করছি। সেই প্রণোদনা বোধ থেকে এই ওয়েবসাইটে তাঁর জীবন এবং কাজের নানাবিষয়ে আলোকপাত করা হবে, যার মূল উদ্দেশ্য হলো অসংখ্য মানুষের ভেতর তাঁর জীবন, দর্শন ও কাজকে ছড়িয়ে দেওয়া।
এই ওয়েব সাইটটি একটি সমন্বয়মূলক প্ল্যাটফর্ম হবার জন্য নিবেদিত যেখানে সবাই যার যার সাধ্যানুসারে অবদান রাখতে পারেন (দুষ্প্রাপ্য প্রবন্ধ, আলোকচিত্র, চিঠি এবং অন্যান্য তুলনামূলক তথ্য বা দলিল প্রদানের মাধ্যমে)।
আমরা আপনাদের সমর্থনের উপর গভীরভাবে নির্ভরশীল।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ সম্পর্কে আপনাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ।